মাফিয়াগিরির টাকায় যশোরে শাহীন চাকলাদারের রঙমহল

মাফিয়াগিরির টাকায় যশোরে শাহীন চাকলাদারের রঙমহল

সাড়ে তিন বছর সংসদ সদস্য থাকাকালে আব্দুস শাহীন চাকলাদার তার নির্বাচনি এলাকা যশোর-৬ (কেশবপুর) গড়ে তুলেছিলেন ‘বিকল্প শাসনকেন্দ্র’। একটি বাড়ির একাংশ ভাড়া নিয়ে সেখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ছাড়াও নিয়ন্ত্রণ করা হতো দখল, নিয়োগবাণিজ্য। ছিল নেতাদের আমোদ-ফুর্তির ব্যবস্থা।

৩১ জানুয়ারি ২০২৫